Logo

ইসরায়েলি নির্মম হামলায় প্রাণ গেল আরও ৫৩ ফিলিস্তিনির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩২
33Shares
ইসরায়েলি নির্মম হামলায় প্রাণ গেল আরও ৫৩ ফিলিস্তিনির
গাজায় নির্মম বোমা হামলা

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর ও নির্লজ্জ হামলায় নতুন করে প্রাণ হারালেন আরও ৫৩ ফিলিস্তিনি।

চলমান আগ্রাসনের ধারাবাহিকতায় উত্তর গাজার ঘনবসতিপূর্ণ অঞ্চল গাজা সিটিতে চালানো হামলায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৩৫ জনই ওই শহরের বাসিন্দা বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযানে গাজা সিটির অন্তত ১৬টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়া ভবনগুলোর মধ্যে তিনটি ছিল আবাসিক টাওয়ার। এসব হামলায় বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং শহরজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে নতুন আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪২২ জনে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, দখলদার বাহিনী স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শহর ও আবাসিক ভবন, তাঁবু এবং আন্তর্জাতিক মানবিক সংস্থার দপ্তরে হামলা চালাচ্ছে। 

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি এক্সে লিখেছেন, শুধু গত চার দিনেই গাজা সিটিতে তাদের ১০টি ভবন হামলার শিকার হয়েছে। এর মধ্যে ৭টি স্কুল ও দুটি ক্লিনিকও রয়েছে, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

উল্লেখ্য, গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৮৭১ জন ফিলিস্তিকে হত্যা করেছে ইসলায়েল। আর তাদের বর্বর হামলায় ১ লাখ ৬৪ হাজার ৬১০ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD