Logo

ক্যান্সারে আক্রান্ত হয়ে উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধানের মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর, ২০২৫, ১১:২২
18Shares
ক্যান্সারে আক্রান্ত হয়ে উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধানের মৃত্যু
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সাবেক নামমাত্র রাষ্ট্রপ্রধান এবং কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম আর নেই। ক্যান্সারজনিত জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে ৯৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য নিশ্চিত করেছে।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, “কমরেড কিম ইয়ং নাম আমাদের দলের ইতিহাসে এক অসাধারণ বিপ্লবী ছিলেন। ৯৭ বছর বয়সে তিনি তার গৌরবময় জীবনযাত্রার অবসান ঘটালেন।”

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমটি আরও জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মঙ্গলবার সকালে প্রয়াত কিম ইয়ং নামের মরদেহের পাশে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। শেষকৃত্য আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে কিম ইয়ং নাম ছিলেন দেশটির অন্যতম প্রবীণ রাজনীতিক ও কূটনীতিক। তিনি ১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, যা দেশটির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের মর্যাদাসম্পন্ন পদ। তবে রাষ্ট্র পরিচালনার প্রকৃত ক্ষমতা সবসময়ই কিম পরিবারের হাতে ছিল।

বিজ্ঞাপন

কিম ইয়ং নামের দৃঢ় কণ্ঠ, শৃঙ্খলাবদ্ধ বক্তৃতা ও কিম পরিবারের প্রতি অবিচল আনুগত্যের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। কিম জং উন ও তার প্রয়াত পিতা কিম জং ইলের পক্ষ থেকে বিদেশি প্রতিনিধিদের অভ্যর্থনা জানাতে প্রায়ই তাকে দেখা যেত।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD