Logo

ভারতে পাঠ্যবইয়ে ইউটিউবারের নাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৫, ১৭:৪২
3Shares
ভারতে পাঠ্যবইয়ে ইউটিউবারের নাম
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের একটি উচ্চমাধ্যমিক সহায়িকায় স্থান পেয়েছেন জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত। বইয়ে অনলাইনে প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা, জনপ্রিয়তা ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সেখানে কিরণকে বাংলার প্রথম ইউটিউবার হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

নিজের নাম বইয়ে দেখার পর কিরণ দত্ত ফেসবুকে মজার ছলে লেখেন, “যেভাবে ইতিহাসে প্রথম রাজা বা ডাক্তার পরিচিত, তেমনি কি ২০ বছর পর ‘বাংলার প্রথম ইউটিউবার’ নামেও মনে থাকবে?”

বিষয়টি সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া ডেকে এনেছে। অনেকে এটি কিরণের স্বীকৃতি হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলছেন, শিক্ষার্থীদের জন্য কি এ ধরনের কনটেন্ট প্রাসঙ্গিক।

বিজ্ঞাপন

কিরণ ইঞ্জিনিয়ারিং পাশ করার পর চাকরির বদলে ইউটিউবকেই বেছে নেন। তার কনটেন্ট মূলত ব্যঙ্গ ও সামাজিক মন্তব্যের ওপর ভিত্তি করে, এবং টালিউডের অনেক তারকা চলচ্চিত্র প্রচারের জন্য তার চ্যানেল ব্যবহার করেন। ইউটিউবের মাধ্যমে তিনি লাখ লাখ টাকা আয় করছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD