Logo

ব্যক্তির দায় পুলিশ বহন করবে না: ডিএমপি

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৪৬
36Shares
ব্যক্তির দায় পুলিশ বহন করবে না: ডিএমপি
ছবি: সংগৃহীত

দুইদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। যার যার অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

বিজ্ঞাপন

ব্যক্তির দায় পুলিশ বহন করবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার। 

সোমবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি হেড কোয়ার্টার্সে এক ব্রিফিংয়ে এ তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

বিপ্লব কুমার সরকার জানান, ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুইদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। যার যার অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে,  ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক শেষে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় মামলা নয়, পুলিশের বিভাগীয় তদন্তের ওপর আস্থা রাখতে চাই।

বিজ্ঞাপন

সভা শেষে ছাত্রলীগ সভাপতি জানান, ডিএমপি কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করা পুলিশের সঙ্গে ছাত্রলীগের সৌহার্দপূর্ণ সম্পর্কে কোনও ব্যত্যয় ঘটবে না।

বিজ্ঞাপন

গত শনিবার (৯ সেপ্টেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানায় নিয়ে মারধরের অভিযোগ ওঠে রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে। এ ঘটনায় হারুন অর রশিদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD