Logo

আপনাকে আমরা পালাতে দেব না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জুমার কড়া সতর্কতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৫, ২০:০১
7Shares
আপনাকে আমরা পালাতে দেব না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জুমার কড়া সতর্কতা
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। বিচার প্রশ্নে সরকারের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর উদ্দেশে কড়া হুঁশিয়ারিও দেন তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় জুমা বলেছেন, দায়িত্ব এড়িয়ে নীরবে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। উপদেষ্টা হয়তো ভাবছেন আগেভাগে পদত্যাগ করে পালিয়ে যাই। কিন্তু না, আপনাকে আমরা পালাতে দেব না, দিচ্ছি না।

সোমবার (২২ ডিসেম্বর) তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকার বা উপদেষ্টারা যদি পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পথ খোঁজেন, তাহলে জনগণ তা মেনে নেবে না। পালানোর আগে কারা সরকারকে কাজ করতে দেয়নি এবং কার সঙ্গে লিয়াজোঁ করে ক্ষমতায় বসে ছিলেন—সেই জবাব দিয়েই যেতে হবে।

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে ইনকিলাব মঞ্চের এই নেত্রী বলেন, সরকার তো আর বেশি দিন নাই, মাসখানেক সময় আছে। তাই উপদেষ্টা হয়ত ভাবছেন আগেভাগে পদত্যাগ করে পালিয়ে যাই। কিন্তু না, আপনাকে আমরা পালাতে দেব না, দিচ্ছি না।

তিনি বলেন, যদি ভাবেন কোনোভাবে আস্তে ধীরে পালিয়ে যাবেন– না, এটা হবে না। আপনি যাবেন, তবে তার আগে আপনাকে বলে যেতে হবে কে আপনাকে এখানে কাজ করতে দেয়নি। বলে যাবেন, কার কার কারণে আপনি কাজ করতে পারেননি বা কার কার সাথে লিয়াজোঁ করে চেয়ারে বসে আছেন।

বিজ্ঞাপন

জুমা বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের ভেতরে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বরং সময়ক্ষেপণ করে জনগণের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা চলছে। এই হত্যাকাণ্ডের পেছনে শুধু ব্যক্তি নয়, একটি সুসংগঠিত সিন্ডিকেট কাজ করেছে, যার সঙ্গে রাষ্ট্রের একটি অংশ জড়িত।

তিনি বলেন, আমার ভাই কবরে শুয়ে আছে। এই অবস্থায় সরকার রক্ষার কোনো দায় আমাদের নেই। বিচার নিশ্চিত করাই সরকারের একমাত্র দায়িত্ব আর সেই দায়িত্ব থেকে পালানোর কোনো সুযোগ নেই।

বিজ্ঞাপন

আইন উপদেষ্টার দেওয়া ৯০ দিনের সময়সীমা প্রত্যাখ্যান করে ইনকিলাব মঞ্চের এই নেত্রী বলেন, সরকারের মেয়াদই অনিশ্চিত, সেখানে ৯০ দিনের আশ্বাস অর্থহীন। আগামী এক মাসের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে।

জুমা অভিযোগ করেন, ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগেই তথ্য ছিল। তবু তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তার ভাষায়, এটি নিছক ব্যর্থতা নয়, বরং সচেতন অবহেলা।

সমাবেশে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন এজেন্সি সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে বলেও সতর্ক করেন জুমা। তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ঘোষণা দেন, ওসমান হাদি হত্যার মূলহোতা থেকে শুরু করে পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় না আনা পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না এবং ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD