Logo

ইচ্ছামতো চালের দাম বাড়ানো যাবে না: খাদ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৩, ০২:২১
59Shares
ইচ্ছামতো চালের দাম বাড়ানো যাবে না: খাদ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

সকাল ১০টায় কুষ্টিয়াসহ দেশের ৮টি জেলার অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নতুন ধান কাটার পরও যেসব মিল মালিক চালের দাম বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়াসহ দেশের ৮টি জেলার অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় কুষ্টিয়া প্রান্তে অতিরিক্ত জেলা প্রশাসক শারমীন আক্তার ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. হায়াৎ মাহমুদ এবং চালকল মালিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এক পর্যায়ে চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশীদের কাছে মন্ত্রী ভার্চুয়ালি জানতে চান- “নতুন ধান উঠছে এখন চালের দাম বাড়াচ্ছেন কেন?”

বিজ্ঞাপন

আব্দুর রশীদ বলেন, “বোরো মৌসুম শেষ হয়ে আমন মৌসুমের এই মধ্যবর্তী সময়ে ধানের দাম বেশি থাকে এ কারণে কিছুটা বেড়েছে।” এসময় মন্ত্রী আরও বলেন, “সেটাও ১৫দিন আগের কথা। এখন ধান কাটা চলছে- এখন দাম বেশি কেন?” 

বিজ্ঞাপন

মন্ত্রী এর আগে তার কুষ্টিয়া সফরের কথা মনে করিয়ে চালকল মালিকদের বলেন, “আপনারা আমার সামনে কেজিতে ২টাকা কমানোর কথা বলে আবার বাড়িয়ে দিয়েছিলেন।”

বিজ্ঞাপন

খাদ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা মিল মালিকরা ইচ্ছামতো চালের দাম ইচ্ছামতো বাড়ানো কমানো করেন। এগুলো চলবে না। যারা চালের দাম বৃদ্ধি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD