Logo

ডাকসুর সাবেক নেতা আখতারকে আটক করেছে পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুলাই, ২০২৪, ০২:০৮
75Shares
ডাকসুর সাবেক নেতা আখতারকে আটক করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

পরে তাকে কয়েকজন পুলিশ সদস্য প্রিজনভ্যানে তুলে নেন। প্রিজনভ্যানটি শাহবাগের দিকে চলে যায়।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেনকে তুলে নিয়ে গেছে পুলিশ।

বুধবার (১৭ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে তাকে রাজু ভাস্কর্য এলাকা থেকে ধরে প্রিজনভ্যানে নিয়ে যায় পুলিশ।

বিজ্ঞাপন

দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আখতার হোসেনসহ আরও কয়েকজন শিক্ষার্থী টিএসসিতে জড়ো হতে থাকেন। এ সময় তাদের টিএসসি থেকে সরিয়ে যাওয়ার আহ্বান করে পুলিশ। একপর্যায়ে বসে পড়েন আখতার হোসেন। পরে তাকে কয়েকজন পুলিশ সদস্য প্রিজনভ্যানে তুলে নেন। প্রিজনভ্যানটি শাহবাগের দিকে চলে যায়।

বিজ্ঞাপন

এদিকে টিএসসি থেকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে দুটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায় পুলিশ। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন- সাবিব (৩০), সুলাইমান (২৬), জীবন (২৫) ও তারেক (২৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

গতকালের সংঘর্ষে নিহতদের গায়েবানা জানাজার জন্য রাজু ভাস্কর্যে জড়ো হয়েছিলেন আখতারসহ আরও কয়েকজন।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD