যাত্রাবাড়ীতে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, ২ পথচারী গুলিবিদ্ধ

বুধবার থেকে দফায় দফায় এ সংঘর্ষে দুই বছরের এক শিশুসহ কমপক্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়েছে।
বিজ্ঞাপন
চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের এক দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। এ সময় পুলিশের গুলিতে দুই পথচারী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
বিজ্ঞাপন
এর আগে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং পুলিশ আক্রমণ করলে শিক্ষার্থীরাও পাল্টা আক্রমণ চালায়। একপর্যায়ে বিক্ষুব্ধরা মেয়র হানিফ ফ্লাইওভারের কাজলা অংশের টোলপ্লাজায় আগুন ধরিয়ে দেন।
বিজ্ঞাপন
যদিও বুধবার রাত সোয়া ৩টার দিকে পুলিশ-র্যাব-বিজিবির যৌথ টহলের পর যাত্রাবাড়ী-শনিরআখড়া এলাকায় যান চলাচল শুরু হলেও ফের তা দখলে নেয় আন্দোলনকারীরা। বর্তমানে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ আছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বুধবার থেকে দফায় দফায় এ সংঘর্ষে দুই বছরের এক শিশুসহ কমপক্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। একজন নিহত হয়েছেন।
এদিকে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি