Logo

গণপরিবহন কম, হেঁটে-রিকশায় গন্তব্যে ছুটছেন রাজধানীবাসী

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুলাই, ২০২৪, ২০:৫৭
59Shares
গণপরিবহন কম, হেঁটে-রিকশায় গন্তব্যে ছুটছেন রাজধানীবাসী
ছবি: সংগৃহীত

বিশেষ করে অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে

বিজ্ঞাপন

কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা শিক্ষার্থীরা। এ কারণে আজ সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন কম চলাচল করতে দেখা গেছে। কোনো কোনো এলাকায় তা একেবারেই কম। এর ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগ এলাকায় এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, এসব এলাকায় অনেক যাত্রী রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু বাস আসছে খুবই কম। এর মধ্যে কোনো কোনো এলাকায় বেসরকারি পরিবহনের বাস একেবারে নেই বললেই চলে। মাঝে মাঝে বিআরটিসির দু-একটি বাস আসছে, তাতেও তিল ধারণের ঠাঁই নেই।

গণপরিবহন কম চলাচলের কারণে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকায় চলাচলকারী মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে নারীরা আরও বেশি ভোগান্তিতে পড়েছেন। দু-একটি বাস এলেও ভিড় ঠেলে তারা উঠতে পারছেন না। বাধ্য হয়ে রিকশায়, সিএনজিচালিত অটোরিকশায় বা হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। বাস না পেয়ে অন্যরাও একই পথ অবলম্বন করছেন।

বিজ্ঞাপন

এদিকে এসব এলাকায় আন্দোলনকারীদের কোনো উপস্থিতি চোখে পড়েনি। একই সঙ্গে পুলিশের উপস্থিতিও সেভাবে চোখে পড়েনি।

বিজ্ঞাপন

অন্যদিকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না। আবার কোনো যানবাহন ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, সাইকেলও যেতে দেওয়া হচ্ছে না। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD