Logo

সপ্তাহের ব্যবধানে বাড়ল পেঁয়াজ-আলুর দাম

profile picture
জনবাণী ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৪, ২২:৫৫
সপ্তাহের ব্যবধানে বাড়ল পেঁয়াজ-আলুর দাম
ছবি: সংগৃহীত

আর কেজিকে ৫ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা

বিজ্ঞাপন

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম। 

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার সরজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে। গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩৫ টাকায়। আর কেজিকে ৫ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কয়েকটি সবজির দাম কিছুটা কমলেও দাম এখনো ক্রেতার নাগালের মধ্যে আসেনি। শীম, টমেটো, করলার কেজি ১০০ টাকার ওপরে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকা করে। অবশ্য গত সপ্তাহের চেয়ে দাম কমেছে বেগুনের। বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। এদিকে ডিমের দাম এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। 

এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। আর সোনালি মুরগির কেজি ৩০০ থেকে ৩২০ টাকা। বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকি দাবি জানিয়েছে সাধারণ ভোক্তারা। 

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD