Logo

আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নাই: হাবিবুর রহমান হাবিব

profile picture
জনবাণী ডেস্ক
১২ এপ্রিল, ২০২৫, ০৫:৪০
26Shares
আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নাই: হাবিবুর রহমান হাবিব
ছবি: সংগৃহীত

সংস্কার শেষে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে

বিজ্ঞাপন

আগামী দিনে আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

তিনি বলেন, একমাত্র তারেক রহমানই পারেন বাংলাদেশকে সাহসীকতার সাথে নেতৃত্ব দিতে। পতনের আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশঙ্কা করেছিলেন তাদের পতন হলে একদিনে আওয়ামী লীগের ৫ লক্ষ লোক মারা যাবে কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আমরা কি দেখলাম দেশ নায়ক তারেক রহমানের দুর্ধর্ষি নেতৃত্বের কারণে দেশে কোন অরাজকতা হয়নি। কারন তারেক রহমান স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন আপনারা আইন কারও নিজের হাতে তুলে নিবেন না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সংস্কারে বিএনপির কোন আপত্তি নেই জানিয়ে সাবেক এই ছাত্রনেতা বলেন,’আমরা সংস্কারের বিরোধী নই। কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা যাবে না। সংস্কার শেষে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুষ্ঠ নির্বাচনের কথা বললেই সংস্কারের বিরোধিতা করা নয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিদেশে বিএনপি’র কোন প্রভু নেই বন্ধু আছে।  দেশের স্বার্থে বিএনপি সব সময় মাথা উঁচু করে রাজনীতি করে।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি  সালাউদ্দিন খান পিপিএম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাব হোসেন সরদার, তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD