Logo

প্রধান উপদেষ্টাকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্যের জবাব দিল ঢাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ২০:৫৯
84Shares
প্রধান উপদেষ্টাকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্যের জবাব দিল ঢাকা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যে মন্তব্য করেছেন, তা ভুল এবং কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ সরকার।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম সাংবাদিকদের এ কথা বলেন।

মুখপাত্র বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরা মনে করি, এ ধরনের মন্তব্য দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক নয় এবং কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশ দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ব্যক্তি বা দেশের প্রতিনিধি কূটনৈতিক সীমার মধ্যে থাকা উচিৎ।

প্রসঙ্গত, ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে কোনো দ্বন্দ্বের ইচ্ছা নেই, তবে ড. ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকা উচিৎ। সাক্ষাৎকারটি গত শুক্রবার নেটওয়ার্ক১৮-এর গণমাধ্যম ফার্স্টপোস্ট প্রকাশ করে।

বিজ্ঞাপন

রাজনাথ সিং তার বক্তব্যে আরও বলেন, ভারত বাংলাদেশকে কোনো সমস্যার মুখোমুখি করতে চায় না এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতা বজায় থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

প্রধান উপদেষ্টাকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্যের জবাব দিল ঢাকা