Logo

উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িবহরে হামলার চেষ্টায় তীব্র নিন্দা সরকারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৮
6Shares
উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িবহরে হামলার চেষ্টায় তীব্র নিন্দা সরকারের
ছবি: সংগৃহীত

লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িবহরে হামলার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (SOAS) ক্যাম্পাসে এক সেমিনার শেষে বের হওয়ার সময় একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং পথ অবরোধের চেষ্টা করে। তবে দ্রুতই লন্ডন মেট্রোপলিটন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই মুহূর্তে গাড়ির ভেতরে মাহফুজ আলম উপস্থিত ছিলেন না।

বাংলাদেশ হাইকমিশন জানায়, উপদেষ্টার কর্মসূচি চলাকালে তাকে ‘পূর্ণ নিরাপত্তা’ দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ। এর আগে যুক্তরাষ্ট্রে সফরকালে নিউইয়র্কে মাহফুজ আলমও একই ধরনের হামলার শিকার হন, যেখানে কনস্যুলেট ভবনে ডিম ও বোতল নিক্ষেপ করা হয় এবং কাচ ভেঙে ফেলা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ ঘটনাকে ‘প্রকাশ্য হয়রানি’ হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং আয়োজক দেশের কর্তৃপক্ষ সভ্য মূল্যবোধের পাশে রয়েছে। সহিংসতার আশ্রয় নেওয়া মানে দুর্বল যুক্তির বহিঃপ্রকাশ।

সরকারের বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতা কোনোভাবেই প্রতিবাদের সমান নয়। গণতান্ত্রিক সমাজে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল প্রতিবাদই গ্রহণযোগ্য। কূটনৈতিক বা কনস্যুলার যানবাহনে হামলা আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘনের শামিল বলেও উল্লেখ করা হয়। একইসঙ্গে মেট্রোপলিটন পুলিশকে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

এছাড়া, প্রবাসী রাজনৈতিক দল ও সংগঠনগুলোর প্রতি সহিংসতা পরিহার করে সংলাপ ও আলোচনার পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, আন্দোলনের শক্তি প্রকাশ পায় শৃঙ্খলা, মর্যাদা ও দায়িত্ববোধের মাধ্যমে, সহিংসতা দিয়ে নয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD