পুলিশের ২৭৩ কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ পুলিশের আরও ২৭৩ জন কর্মকর্তা পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ১৪৮ জন কর্মকর্তা। এছাড়া সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে উন্নীত হয়েছেন ৯৭ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন আরও ২৮ জন কর্মকর্তা।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অনেকেই দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। পুলিশের অভ্যন্তরে এই পদোন্নতিকে যোগ্যতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।








