Logo

সচিবালয় অভিমুখে নন-এমপিও শিক্ষকদের পদযাত্রা আটকাল পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৭:০৩
9Shares
সচিবালয় অভিমুখে নন-এমপিও শিক্ষকদের পদযাত্রা আটকাল পুলিশ
ছবি: সংগৃহীত

স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে সচিবালয়ের দিকে পদযাত্রা করতে গেলে পল্টন এলাকায় শিক্ষকদের আটকায় পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) দুপুরে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’-এর ব্যানারে সংগঠিত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন।

পল্টন মোড় ঘুরে প্রেস ক্লাবের পাশ দিয়ে তারা সচিবালয়ের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় শিক্ষক ও পুলিশের মধ্যে কিছুক্ষণ মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষকদের প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে ফিরে যাওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ঐক্য পরিষদের সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক গণমাধ্যমকে বলেন, আমরা আপাতত এখানেই অবস্থান করব। পুলিশ আমাদের প্রেস ক্লাব এলাকায় ফিরে যেতে বলেছে। কিছুক্ষণ পর আমরা অবস্থান কর্মসূচিতে ফিরে গিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

এর আগে রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন বেতন-ভাতা থেকে বঞ্চিত নন-এমপিও শিক্ষকেরা। তাদের দাবি, স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে।

মুনিমুল হক আরও বলেন, গত রমজান মাসে আমরা টানা ১৭ দিন অবস্থান কর্মসূচি চালিয়েছিলাম। তখন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব আমাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্তির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিনেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। শিক্ষকরা এখন বেতনহীন জীবনযাপন করছেন, অনেকেই চরম আর্থিক ও সামাজিক সংকটে আছেন।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, সরকারের এমপিও নীতিমালা ও পরিপত্রে বৈষম্য রয়েছে। আমরা চাই, সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সমানভাবে এমপিও সুবিধার আওতায় আনা হোক। তা না হলে আমরা আন্দোলন আরও কঠোর করব।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকরা টানা ১৭ দিন অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হলেও দাবি পূরণ না হওয়ায় তারা আবারও রাজপথে নেমেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD