Logo

টঙ্গীর গুদামে আগুনে শহীদ আরেক ফায়ার ফাইটার নুরুল হুদা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:০১
16Shares
টঙ্গীর গুদামে আগুনে শহীদ আরেক ফায়ার ফাইটার নুরুল হুদা
ছবি: সংগৃহীত

রাসায়নিক গুদামের ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে একের পর এক সহযোদ্ধাকে হারাচ্ছে ফায়ার সার্ভিস। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে চলে গেলেন দুই বীর ফায়ার ফাইটার।

বিজ্ঞাপন

ঢাকার টঙ্গীতে রাসায়নিক গুদামের অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের আরেক সদস্য নুরুল হুদা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা গেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে একই ঘটনায় শতভাগ দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ মৃত্যুবরণ করেন। ফলে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সহকর্মীকে হারাল ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। ২০০৭ সালের ২৯ মার্চ তিনি ফায়ার ফাইটার পদে যোগ দেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তানের জনক ছিলেন।

অগ্নিকাণ্ডে দগ্ধ আরও দুই ফায়ার ফাইটার চিকিৎসাধীন আছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তারা হলেন—অফিসার খন্দকার জান্নাতুল নাঈম (৪২ শতাংশ দগ্ধ) ও ফায়ার ফাইটার জয় হাসান (৫ শতাংশ দগ্ধ)।

আহতদের উন্নত চিকিৎসায় সহযোগিতা করতে মঙ্গলবার রাতে ঢাকায় আসেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. চং সি জ্যাক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বার্ন ইনস্টিটিউটে গিয়ে তিনি রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক দলের সঙ্গে বৈঠক করেন এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার সদস্য গুরুতর দগ্ধ হন। তাদের মধ্যে শামীম আহমেদ ও নুরুল হুদা প্রাণ হারালেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD