গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৬ অক্টোবর (রবিবার) গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে এই মতবিনিময় আয়োজন করা হচ্ছে।
বিজ্ঞাপন
ইসি সূত্রে জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিবসহ কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিজ্ঞাপন
ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, গণমাধ্যমের সঙ্গে এই সংলাপে প্রায় ৪০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি, প্রচারণা, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়ায় গণমাধ্যমের স্বচ্ছ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ইসি গণমাধ্যমের অভিজ্ঞতা ও মতামত জানতে চায়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগে গত ২৮ সেপ্টেম্বর থেকে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরাপদ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।
তারা জোর দিয়ে বলেন, গণমাধ্যম সুষ্ঠু গণতন্ত্রের ভিত্তি। তাই নির্বাচনের শুরু থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সংবাদকর্মীদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
এই ধারাবাহিক সংলাপের মাধ্যমে ইসি বিভিন্ন মহলের পরামর্শ গ্রহণ করে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।