Logo

ইউনেস্কোর সম্মেলনে সভাপতি বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৫, ২০:০৩
16Shares
ইউনেস্কোর সম্মেলনে সভাপতি বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতির পদ পেয়েছে বাংলাদেশ। এটি দেশের জন্য এক বিশাল কূটনৈতিক ও সাংস্কৃতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

তিনি লিখেছেন, বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনের প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল। তবে চূড়ান্ত ভোটের আগে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়, ফলে প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকে বাংলাদেশ ও জাপানের মধ্যে।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশন শুরু হবে আগামী ৩০ অক্টোবর উজবেকিস্তানের ঐতিহাসিক সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক নীতি নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ এই মঞ্চের সভাপতিত্বের দায়িত্ব পাওয়া বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এক গৌরবজনক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু সাংস্কৃতিক মর্যাদাই নয়, বরং বৈশ্বিক কূটনীতিতেও বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD