Logo

ঝিলমিল প্রকল্পের বিভিন্ন নির্মাণ কাজ পরিদর্শন করলেন রাজউক চেয়ারম্যান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৫, ১৫:৪৬
8Shares
ঝিলমিল প্রকল্পের বিভিন্ন নির্মাণ কাজ পরিদর্শন করলেন রাজউক চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতাধীন ঝিলমিল আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি স্কুল ও কলেজ ভবনসহ নির্মাণাধীন মসজিদ ও কবরস্থানের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঝিলমিল প্রকল্প ঘুরে দেখেন ও প্রকল্প এলাকার চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকি করেন তিনি।

ঝিলমিল আবাসিক এলাকার ভবিষ্যত বাসিন্দাদের কাছে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য প্রকল্পের ২নং সেক্টরে ০.৭৪ একর জমিতে চারতলা একটি মসজিদ এবং ০.৯৪ একর জমির উপর ছয়তলা একটি স্কুল ও কলেজের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। নির্মাণাধীন স্কুল ভবনটি প্রস্তাবিত রাজউক ঝিলমিল মডেল কলেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যাচাই বাছাইয়ের জন্য রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এনামুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দের সমন্বয়ে একটি প্রতিনিধিদল নির্মাণাধীন ভবনটি পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান বলেন, ঝিলমিল প্রকল্পের মতো পরিকল্পিত ও নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত এত বৃহৎ পরিসরের আবাসিক এলাকা এবং প্রকল্পের বাহিরের তৎসংলগ্ন এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নির্মাণাধীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি অসমান্য অবদান রাখবে। ঝিলমিল প্রকল্পে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, দৃষ্টিনন্দন ধর্মীয় উপাসনালয় নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ অন্যান্য সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতকরণে রাজউক ও প্রকল্প সংশ্লিষ্ট সকলে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় তিনি মসজিদ, স্কুল ও কবরস্থানের সামগ্রিক নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান আরও জানান, অতিদ্রুত ঝিলমিল আবাসিক এলাকাকে বাসযোগ্য এবং নাগরিক সুযোগ সুবিধা সমৃদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ সময় রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া, রাজউকের প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম ও মো. মোবারক হোসেন, ঝিলমিল আবাসিক এলাকা প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান, প্রকল্প সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা কর্মচারীসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং রাজউক উত্তরা মডেল কলেজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD