Logo

বিকেল ৪টায় শুরু হবে এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৫, ১৩:৩২
16Shares
বিকেল ৪টায় শুরু হবে এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’
ছবি: সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির দাবিতে ঘোষিত ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে। আগে কর্মসূচি দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি বিকেল ৪টায় শুরু হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকরা নতুন সময়সূচি ঘোষণা করেন। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে জড়ো হয়ে কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, ২০ শতাংশ বাড়িভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। তারা ঘোষণা দিয়েছেন, প্রজ্ঞাপন জারি না হলে কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।

বিজ্ঞাপন

এর আগে, গত সোমবার থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। সরকারের প্রস্তাবিত বাড়িভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ উল্লেখ করে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনকারীরা বলেন, “আমরা ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আছি। শিক্ষকদের জীবিকা নির্বাহ ক্রমেই কঠিন হয়ে পড়েছে। তাই মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প নেই।”

গত রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে চলে যান এবং সেখান থেকেই লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটিয়েছেন। তাদের দাবি, “সরকারি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মবিরতি চলবে।”

অন্যদিকে, সারাদেশের শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও ক্লাস নিচ্ছেন না। স্কুল–কলেজে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনরত শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে অসংখ্য শিক্ষক পোস্ট দিচ্ছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD