Logo

১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৫, ১২:৩৪
7Shares
১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের গত ১৬ বছরের মধ্যে প্রথম সত্যিকারের সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন। তিনি আশা প্রকাশ করেছেন, এই নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করবে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ)-এর এক অনুষ্ঠানের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

বৈঠকে প্রেসিডেন্ট লুলা অধ্যাপক ইউনুসকে আসন্ন কপ৩০ জলবায়ু সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানান। এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমি ব্যস্ত থাকব, তাই সম্ভবত সে সময় উপস্থিত থাকতে পারব না।”

বিজ্ঞাপন

অধ্যাপক ইউনুস বলেন, “এই নির্বাচন বাংলাদেশের জন্য এক বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। কারণ এটি হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। এর আগে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলো ছিল প্রহসন ও কারচুপিপূর্ণ।”

বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনুস বলেন, “বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে হবে। এতে উভয় দেশই উপকৃত হবে।”

তিনি ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে প্রেসিডেন্ট লুলা বলেন, “আমি ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফর করতে আগ্রহী। এই সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করবে।”

বিজ্ঞাপন

লুলা জানান, ব্রাজিল বাংলাদেশের ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা মডেল থেকে শিখতে আগ্রহী, একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে তাদের সার্বজনীন স্বাস্থ্যসেবা অভিজ্ঞতা ভাগ করে নিতে চায়। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “এটি হবে একটি দারুণ পারস্পরিক শেখার সুযোগ।”

বৈঠকের এক পর্যায়ে দুই নেতা ফুটবল প্রসঙ্গেও মেতে ওঠেন। হাসিমুখে অধ্যাপক ইউনুস বলেন, “বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামেই ব্রাজিলের সমর্থক পাওয়া যায়।”

বিজ্ঞাপন

বিশ্ব কূটনীতির এই বৈঠক শেষে বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে নতুন সহযোগিতার অধ্যায় শুরু হতে পারে। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্য দেশ-বিদেশে নতুন রাজনৈতিক বার্তা দিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD