মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়ীতে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সকাল ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এদিকে স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের ভবনের মানুষ নিরাপদ স্থানে সরে যায়।