Logo

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৫, ১৩:২২
15Shares
জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি: সংগৃহীত

সংসদ ভবন এলাকায় প্রবেশ করা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে এলাকা থেকে বের করে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জুলাই সদস্যরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে বাইরে বেরিয়ে এসে বেশ কয়েকটি ট্রাক ও বাসে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

ভাঙচুর করা যানবাহনের মধ্যে দুটি পুলিশের গাড়িও ছিল। গাড়ি ভাঙচুরের সময় পুলিশ সদস্যরা ধাওয়া দিলে আন্দোলনকারীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এরপর পুলিশ পাল্টা টিয়ারশেল ছোড়ে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সাউন্ড গ্রেনেডের পর আন্দোলনকারীরা কিছুটা পিছু হটলেও দূর থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ অব্যাহত রাখে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD