এটা আমাদের বড় বিজয়, বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরবো: আজিজী

দীর্ঘ আট দিন ধরে চলা আন্দোলনের পর অবশেষে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বড় দাবি পূরণে সরকারের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী।
বিজ্ঞাপন
তিনি বলেন, “আমাদের বড় দাবি পূরণ হয়েছে, এটা আমাদের বড় বিজয়। আমরা আন্দোলন প্রত্যাহার করছি এবং বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরবো।”
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব দেলাওয়ার হোসাইন আজিজী।
বিজ্ঞাপন
তিনি বলেন, “গত ৮ দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। এটি আমাদের ন্যায্য আন্দোলন ছিল। এখন যেহেতু দাবি পূরণ হয়েছে, তাই শনিবারসহ অতিরিক্ত ক্লাস নিয়ে আমরা ওই সময়ের ক্ষতি পুষিয়ে দেব।”
দেলাওয়ার হোসাইন আরও বলেন, “সরকার শুধু আমাদের বিষয় নয়, দেশে আরও অনেক পেশাজীবী ও শিক্ষা খাতের গ্রুপ আছে। সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসেছে, আমরাও কিছুটা ছাড় দিয়েছি। বিনিময়ে সরকার বাড়িভাড়া ১৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন দিয়েছে। আমরা সেই প্রজ্ঞাপন হাতে পেয়েছি।”
তিনি জানান, মেডিকেল ভাতার দাবিতে আপাতত ছাড় দিয়েছে শিক্ষক সমাজ, তবে সরকারের সঙ্গে আলোচনা চলমান থাকবে। আমরা প্রজ্ঞাপন হাতে নিয়েই ঘরে ফিরছি, এটিই আমাদের অর্জন।
বিজ্ঞাপন
এসময় আন্দোলনে সহানুভূতি জানানো সব রাজনৈতিক দলের নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আজিজী।
এদিকে, সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করা হয়েছে। তবে এটি দুই ধাপে কার্যকর হবে, চলতি বছরের ১ নভেম্বর থেকে ৭ দশমিক ৫ শতাংশ এবং ২০২৬ সালের জুলাই থেকে অবশিষ্ট ৭ দশমিক ৫ শতাংশ, মোট ১৫ শতাংশ।
বিজ্ঞাপন
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানায়, ন্যূনতম দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা নিশ্চিত করা হয়েছে, এবং এ সংক্রান্ত কিছু শর্তও সংযুক্ত করা হয়েছে।
এ ঘোষণার পর দীর্ঘদিনের আন্দোলনের অবসান ঘটিয়ে শিক্ষকরা বুধবার থেকে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন।