Logo

শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে ইবতেদায়ী শিক্ষকদের প্রতিনিধি দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৫, ১৩:৩৬
12Shares
শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে ইবতেদায়ী শিক্ষকদের প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) দুপুরে তারা শিক্ষাভবন মোড় হয়ে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান ও সদস্য সচিব মাওলানা মো. আল আমিন।

প্রতিনিধি দলে নীলফামারী, চট্টগ্রাম, বগুড়া, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, ময়মনসিংহ, পিরোজপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, বরগুনা, সাতক্ষীরা ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষক নেতারা অংশ নেন।

বিজ্ঞাপন

এর আগে সকালেই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করতে গেলে পুলিশ তাদের থামিয়ে দেয়। প্রেস ক্লাবের সামনেই পুলিশের ব্যারিকেডে শিক্ষক ও পুলিশের মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়। সেখানে জলকামান ও রায়ট কারও উপস্থিতিও দেখা যায়। এ সময় প্রেস ক্লাব থেকে পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

শিক্ষক ঐক্যজোটের পক্ষ থেকে বলা হয়, সরকারের পক্ষ থেকে ঘোষিত জাতীয়করণ বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা তাদেরকে আন্দোলনে নামতে বাধ্য করেছে। তারা দাবি করেন, চলতি বছরের ২৮ জানুয়ারিতে ঘোষিত জাতীয়করণের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এ ছাড়া এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদনের আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসার এমপিও আবেদনের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জন্য পৃথক একটি অধিদপ্তর প্রতিষ্ঠা।

শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, “আমরা সরকারের কাছে ইতিবাচক সাড়া আশা করছি। দীর্ঘদিন ধরে ইবতেদায়ী শিক্ষকরা অবহেলিত। এখন সময় এসেছে আমাদের দাবিগুলোর বাস্তবায়নের।”

বিজ্ঞাপন

বৈঠকে শিক্ষকদের প্রতিনিধি দল তাদের দাবিগুলোর পক্ষে লিখিত প্রস্তাবও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে তুলে দেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD