Logo

ঢাকায় হেঁটেই গন্তব্যে পৌঁছালেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৫, ১৩:৩৬
28Shares
ঢাকায় হেঁটেই গন্তব্যে পৌঁছালেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার
ছবি: সংগৃহীত

ঢাকায় সোমবার (২৭ অক্টোবর) একটি ব্যতিক্রমী দৃশ্য নজর কেড়েছে, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান যানজটে ফেঁসে যান, তারপরই হেঁটেই গন্তব্যে পৌঁছান।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে রাজধানীর পানি ভবনে ‘ইউকে-বাংলাদেশ কোলাবোরেশন অন ইকোলজি-বেইসড অ্যাডাপটেশন অ্যান্ড হাইড্রোমেট সার্ভিসেস’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলেন গোল্ডম্যান, কিন্তু তীব্র যানজটের কারণে গাড়ি সামনের দিকে এগোতে পারছিল না।

যানজটের পরিস্থিতি মোকাবিলায় তিনি এবং তাঁর দল হেঁটেই গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেন। এই সময়ের ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে গোল্ডম্যান লিখেছেন, ঢাকার ট্রাফিকও আজ বাংলাদেশ-যুক্তরাজ্যের অংশীদারিত্ব রুখতে পারবে না।

বিজ্ঞাপন

জেমস গোল্ডম্যান জানান, আমরা যুক্তরাজ্য-বাংলাদেশের একটি জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যাচ্ছিলাম। কিছুটা ট্র্যাফিক ইস্যু হয়েছে আজ। তাই আমরা সমাধানে হাঁটার সিদ্ধান্ত নিলাম। আমি এক্সপ্রেসওয়ে দিয়ে হাঁটছি, পুরোটা তীব্র জ্যাম হয়ে আছে। কিন্তু কোনো কিছুই আমাদের অনুষ্ঠানে পৌঁছাতে বাধা দিতে পারবে না।

প্রসঙ্গত, ওই দিন সকালেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে একটি কাভার্ডভ্যান উল্টে যায়, যার কারণে যান চলাচল প্রায় দুই ঘণ্টা ব্যাহত হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি।

বিজ্ঞাপন

এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং গোল্ডম্যানের উদ্ভাবনী ও ধৈর্যশীল প্রতিক্রিয়াকে নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। ঢাকার যানজটের এমন পরিস্থিতিতেও তিনি অনুষ্ঠানে যোগ দিতে পেরে সকলের প্রশংসা কুড়িয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD