Logo

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৫, ১৫:২৩
21Shares
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ
ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইটের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখার সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভিন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট বন্ধ থাকবে। এছাড়া, জরুরি অবতরণ বা নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইটও এ বিমানবন্দর ব্যবহার করবে না।

বিজ্ঞাপন

গত ২৬ অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হয়। চলতি বছরের ২ অক্টোবর থেকে বিমানবন্দরটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য দেশি ও বিদেশি এয়ারলাইন্সকে অনুমোদন দেওয়া হয়েছিল। তবে মাত্র ১৪ দিনের মধ্যে সরকার এই ঘোষণাটি স্থগিত করেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD