নির্বাচন–গণভোট একই দিনে করতে ইসিকে চিঠি দিয়েছে সরকার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, উভয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে—এমন নির্দেশই পাঠানো হয়েছে কমিশনের কাছে।
বিজ্ঞাপন
শনিবার (২২ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, সরকারের পাঠানো চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে গণভোট আয়োজন কমিশনের দায়িত্ব, এবং তা জাতীয় নির্বাচনের দিনই সম্পন্ন করতে হবে।
বিজ্ঞাপন
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানান, আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পরই কমিশন গণভোট আয়োজনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও প্রস্তুতি নেবে। এখন সরকারের চিঠি পাওয়ায় সেই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
এর আগে ইসি জানিয়েছিল, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে কমিশনের। সরকারের সর্বশেষ নির্দেশনায় একই দিনে দুই প্রক্রিয়া একসঙ্গে সম্পাদনের সম্ভাবনা আরও স্পষ্ট হলো।








