Logo

আর ১০ সেকেন্ড স্থায়ী হলে বড় বিপর্যয় হতো: রাজউক চেয়ারম্যান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, ১৫:৫০
5Shares
আর ১০ সেকেন্ড স্থায়ী হলে বড় বিপর্যয় হতো: রাজউক চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, রাজধানীতে গত শুক্রবার আঘাত হানা ভূমিকম্প যদি আরও দশ সেকেন্ড স্থায়ী হতো, তাহলে সমগ্র ঢাকায় বড় ধরনের বিপর্যয় নেমে আসত।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) সকালে পুরান ঢাকার কসাইটুলি এলাকায় রেলিং ভেঙে তিনজন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন সবচেয়ে বেশি জরুরি। এরপর ঝুঁকিপূর্ণ ভবনের বিস্তারিত তালিকা প্রস্তুত করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারি স্কুল, কলেজ ও হাসপাতালের ১৪২টি ভবন বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের ভবনগুলোর ঝুঁকি সম্পর্কে রাজউকের কাছে এখনও সুনির্দিষ্ট তথ্য নেই।

পুরান ঢাকার রেলিং ভেঙে পড়া ভবন নিয়ে সবশেষেতিনি বলেন, ভবনটির নকশা অনুমোদনসহ সব প্রাসঙ্গিক নথি প্রদানের অনুরোধ হলো। সাত দিনের মধ্যে নথি জমা না দিলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD