Logo

বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র-গণতন্ত্রও সঙ্কটে পড়ে: প্রধান বিচারপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, ১৫:৪৫
9Shares
বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র-গণতন্ত্রও সঙ্কটে পড়ে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ । ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ যদি ব্যর্থ হয়, তবে সংবিধান নির্বাক হয়ে যায় এবং রাষ্ট্র ও গণতন্ত্রও সঙ্কটে পড়ে।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন অনুষ্ঠানে তিনি লিখিত বক্তব্যে এই উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান বিচারপতি বলেন, বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। বিচার বিভাগের সংস্কার কেবল সৌন্দর্যবর্ধন নয়; এটি রাষ্ট্রের ন্যায় এবং গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম। সংবিধানের সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ রাখতে জুলাই বিপ্লব হয়েছিল, তখন স্বচ্ছতা, জবাবদিহি ও জনসাড়া—এই তিন গুণ জনগণের মধ্যে প্রধান সুর হয়ে উঠেছিল।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, বিচার বিভাগের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা হলো দেশের আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক স্থিতিশীলতার মূল ভিত্তি। প্রধান বিচারপতি দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ও জনগণের আস্থা রক্ষায় সকলের সহযোগিতা আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি রোহিঙ্গা সংকটের উল্লেখ করে বলেন, এই অঞ্চলের নিরাপত্তা বিবেচনায় সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে। জাতীয় স্বার্থকে প্রধান্য দিয়ে বঙ্গোপসাগরীয় অঞ্চলের পাশাপাশি বিশ্বের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছে সরকার।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতির এই বক্তব্যে বিচার বিভাগের দায়িত্বশীলতা ও রাষ্ট্রের ন্যায়-বিচার ব্যবস্থার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি সতর্ক করেছেন, যদি বিচার বিভাগ দুর্বল বা ব্যর্থ হয়, তাহলে শুধুমাত্র সংবিধান নয়, সমগ্র গণতান্ত্রিক কাঠামোই ঝুঁকিতে পড়বে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD