Logo

রেকর্ড সংখ্যক পর্যবেক্ষক থাকছে সংসদ নির্বাচনে: ইসি সানাউল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, ১৫:১১
4Shares
রেকর্ড সংখ্যক পর্যবেক্ষক থাকছে সংসদ নির্বাচনে: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ । ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এই নির্বাচন দেশের গণতন্ত্র পুনঃসূচনার গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। ইতিহাসে প্রথমবারের মতো এই নির্বাচনের জন্য রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সানাউল্লাহ জানান, অংশীদার সংস্থাগুলোর অনুরোধে স্থানীয় পর্যবেক্ষকদের বয়সসীমা কমানো হয়েছে, তবে অভিজ্ঞতার ঘাটতি পূরণে তাদের জন্য আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

বিজ্ঞাপন

কর্মশালায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব অংশীজনের আস্থা অর্জন ও সক্রিয় অংশগ্রহণ জরুরি।

বিশেষজ্ঞদের মত, রাজনৈতিক দল, প্রার্থী, পুলিশ ও গণমাধ্যমসহ সকল অংশগ্রহণকারীর বিশ্বাস ও সমন্বয় থাকলে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।

এছাড়া, নির্বাচনে অনলাইন প্রচারণার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থী ও দলগুলোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রস্তাবও প্রদান করেন বিশেষজ্ঞরা। নির্বাচনের শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইসি এই প্রস্তাবগুলো বিবেচনা করছে।

বিজ্ঞাপন

ইসি সানাউল্লাহ বলেন, এই নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। তাই আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অংশগ্রহণ করে নির্বাচন প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্যতা দেবে এবং দেশের অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD