Logo

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দিল্লির দূষণ দুর্যোগস্তর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, ১৩:২৪
14Shares
ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দিল্লির দূষণ দুর্যোগস্তর
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বায়ুমণ্ডল ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৬টায় ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ভারত উপমহাদেশের তিন প্রতিবেশী দেশের প্রধান শহরগুলোও শীর্ষে আছে।

বিজ্ঞাপন

আজকের তালিকায় শীর্ষে অবস্থান করছে দিল্লি, এরপর রয়েছে কলকাতা, লাহোর, করাচি, কায়রো, তাসখন্দ এবং ঢাকা।

সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের রেকর্ড অনুযায়ী, ঢাকার গড় বায়ুমান আজ ১৮৪, যা সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। বায়ুদূষণের তালিকায় ঢাকা সপ্তম স্থানে রয়েছে। তুলনায় ভারতের দিল্লি আজ ৪৪১ স্কোর রেকর্ড করেছে, যা ‘দুর্যোগপূর্ণ’ বা বিপর্যয়কর বাতাসের নির্দেশক।

বিজ্ঞাপন

শীর্ষ পাঁচে থাকা অন্যান্য শহর হলো কলকাতা (২১৬), পাকিস্তানের লাহোর (১৯৪), করাচি (১৯৩), মিসরের কায়রো (১৯১) এবং তাসখন্দ (১৮৫)।

বায়ুমানের একিউআই স্কোরের প্রেক্ষিতে শূন্য থেকে ৫০ পর্যন্ত মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ সংবেদনশীলদের জন্য ‘অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১–৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বা বিপজ্জনক হিসেবে গণ্য করা হয়।

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী বায়ুদূষণজনিত স্বাস্থ্যঝুঁকি বড় একটি সমস্যা। ২০২৩ সালের ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রায় ৫২ লাখ মানুষ মারা যায়। ঢাকার মতো মহানগরে বাতাসের মান দীর্ঘদিন এই অবস্থায় থাকলে স্থানীয়দের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD