Logo

ঢাকায় পৌঁছেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, ১৩:১৮
15Shares
ঢাকায় পৌঁছেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছানোর সাথে সাথেই ভূমিকম্পের পর প্রাপ্ত ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খোঁজ নেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে উপস্থিত হন তিনি। বৈঠকে টোবগে ভূমিকম্পের প্রভাব, ক্ষয়ক্ষতি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিমানবন্দরে তার স্বাগত জানানো হয় ‘গার্ড অব অনার’ দিয়ে। আনুষ্ঠানিকতা শেষে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান, যেখানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে পুষ্পস্তবক অর্পণ এবং স্মারক বইতে স্বাক্ষর করেন ভুটানের প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

দিনের পরিকল্পনা অনুযায়ী, দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন শেরিং টোবগে। এরপর বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় আয়োজিত সরকারি নৈশভোজেও অংশ নেবেন তিনি।

সফরের মূল আলোচ্য বিষয়গুলোতে রয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা। সফরের সময় তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের ঢাকা সফর শেষ হবে আগামী সোমবার (২৪ নভেম্বর)।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD