সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছানোর পরপরই সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
বিজ্ঞাপন
শনিবার সকালে রাজধানীতে অবতরণের কিছুক্ষণের মধ্যেই তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে করুণ সুরে বেজে ওঠে সম্মাননার ধ্বনি।
স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক), বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম।
বিজ্ঞাপন
শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ এলাকায় একটি বকুল গাছের চারা রোপণ করেন।

এর আগে সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
আজ দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার একান্ত বৈঠকেরও সূচি রয়েছে।
বিজ্ঞাপন
সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।
সূত্র: বাসস








