Logo

ভয়াবহ সতর্কতা: ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যে সব জেলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, ১২:৫১
81Shares
ভয়াবহ সতর্কতা: ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যে সব জেলা
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ভূমিকম্প ঝুঁকি অনুসারে তিনটি জোনে ভাগ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত মানচিত্র অনুযায়ী, উচ্চঝুঁকিপ্রবণ অঞ্চলকে জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২ এবং নিম্ন ঝুঁকিপ্রবণ এলাকা জোন-৩ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞাপন

উচ্চঝুঁকিপ্রবণ জোন-১-এ অন্তর্ভুক্ত রয়েছে দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু অঞ্চল। জোন-৩-এ ঢুকেছে খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী, যেখানে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলকভাবে সর্বনিম্ন।

১৯৭৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে অন্তত ৫টি জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে, যার বেশিরভাগ উৎপত্তি সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার এলাকায়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অঞ্চলে ভবিষ্যতে বড় কম্পনের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম ও মেঘালয় সীমান্তবর্তী সিলেট ও ময়মনসিংহ অঞ্চলও উচ্চঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত।

দেশের চারপাশে ভূমিকম্পের পাঁচটি প্রধান উৎপত্তিস্থল রয়েছে। এর মধ্যে প্লেট বাউন্ডারি-১ মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত বিস্তৃত, প্লেট বাউন্ডারি-২ নোয়াখালী থেকে সিলেট, এবং প্লেট বাউন্ডারি-৩ সিলেট থেকে ভারতের দিকে বিস্তৃত। ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্টও ভূমিকম্পের প্রধান উৎস।

রাজধানী ঢাকায় প্রায় ২১ লাখ ভবন রয়েছে। এর মধ্যে ১৫ লাখ ভবন ২ তলা বা এর কম, যা তুলনামূলকভাবে কম ঝুঁকিপ্রবণ। তবে ৪ থেকে ৩০ তলার ৬ লাখ ভবন উচ্চঝুঁকিতে আছে। ভূমিকম্পের সময় এই ভবনগুলো ধসে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ডা. মেহেদী আহমেদ আনসারী বলেন, ঢাকার আশপাশের স্থাপনা ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় কম্পন হলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। রাজধানীতে বিল্ডিং কোড উপেক্ষা করে অহরহ ভবন নির্মাণ বন্ধ করা জরুরি।

বিশেষজ্ঞরা উল্লেখ করেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে ভূমিকম্প পূর্বাভাস ও ক্ষয়ক্ষতি হ্রাসে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে। বাংলাদেশের জন্যও আগাম সতর্কতা এবং ঝুঁকিপ্রবণ ভবন সংস্কারের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD