Logo

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, ১৮:২৯
13Shares
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে জরুরি প্রতিক্রিয়ার অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র গতকাল চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

জরুরি কেন্দ্রের ফোন নম্বর ০২৫৮৮১১৬৫১। কেন্দ্রটি দেশের সব জেলার প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করছে।

মন্ত্রণালয়ের পাঠানো তথ্য অনুযায়ী, ঢাকাসহ পাঁচটি জেলা—ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মাগুরা—থেকে প্রাথমিক ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া গেছে। ঢাকায় ৪ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জে একজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। নরসিংদীতে ৫ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন। গাজীপুরে আহতের সংখ্যা ২৫২ এবং মাগুরায় আহত হয়েছে ২২ জন। এ পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে মোট ১০ জনের মৃত্যুর এবং ৪৬১ জনের আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নিহত পরিবারের জন্য ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের জন্য ১৫ হাজার টাকা করে জেলা প্রশাসনের মাধ্যমে তৎক্ষণাৎ সহায়তা প্রদান শুরু হয়েছে। এই কার্যক্রম এখনও চলমান রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে ঘরে ফিরেছেন। এছাড়া ভূমিকম্পের কারণে সৃষ্ট সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য প্রয়োজনীয় কার্যক্রমও শুরু হয়েছে। প্রাথমিক মূল্যায়ন শেষে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD