Logo

বিজয়ের মহিমায় উজ্জ্বল ডিসেম্বরের সূচনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৫, ১১:২০
16Shares
বিজয়ের মহিমায় উজ্জ্বল ডিসেম্বরের সূচনা
ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হলো বাঙালি জাতির গৌরব-অনুভূতির মাস—মহান বিজয়ের মাস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই বিজয়ের স্মৃতি ও শোক-গাঁথা বুকে ধারণ করেই জাতি আবারও স্মরণ করছে লাখো শহীদের আত্মত্যাগ।

বিজ্ঞাপন

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত চূড়ান্ত বিজয় শুধু পাকিস্তানি দখলদার বাহিনীর নিপীড়ন থেকে মুক্তিই আনেনি, তৈরি করে দিয়েছিল স্বাধীন ভূখণ্ড, মানচিত্র এবং লাল–সবুজের জাতীয় পতাকা। ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ও স্বাধিকার আন্দোলনের যে যাত্রা শুরু হয়েছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর সেই সংগ্রামেরই পূর্ণতা আসে এই মাসে।

প্রতি বছরের মতো বিজয়ের মাসে দেশজুড়ে থাকছে নানান কর্মসূচি। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে শহীদদের স্মরণে এবং বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে।

বিজ্ঞাপন

ডিসেম্বর যেমন গৌরবের, তেমনি বেদনাবিধুরও। কারণ স্বাধীনতার এই অর্জন এসেছে অসংখ্য প্রাণ বিসর্জন, মা–বোনের অপমান এবং দুঃসহ যন্ত্রণার বিনিময়ে। ১৯৭১ সালের ডিসেম্বরের শুরু থেকেই পাকিস্তানি বাহিনী বুঝতে শুরু করে তাদের পরাজয় নিশ্চিত।

নিউইয়র্ক টাইমসের সে সময়কার এক প্রতিবেদনে বলা হয়, গেরিলা হামলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনাদের নৃশংসতা আরও ভয়াবহ রূপ নেয়। বুড়িগঙ্গার পাড়ে জিঞ্জিরাতে একদিনে ৮৭ জন নিরীহ মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করা হয়—যা ছিল বর্বরতার ভয়ংকর নমুনা।

বিজ্ঞাপন

তবুও সাহস হারায়নি মুক্তিযোদ্ধারা। টানা প্রতিরোধ ও সর্বাত্মক আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনী শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণে বাধ্য হয়—এভাবেই অর্জিত হয় বাঙালির পরম বিজয়।

মহান বিজয়ের এই মাসে জাতি আবারও শ্রদ্ধায় স্মরণ করছে সকল শহীদকে, মুক্তিযোদ্ধাদের অবদানকে এবং স্বাধীনতার মহান ইতিহাসকে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD