ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ভৌত ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি

ঢাকা মেট্রোরেলের কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট বা ভৌত স্থানচ্যুতি হয়নি বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, ভূমিকম্পের পর পুরো মেট্রোরেল অবকাঠামো পরীক্ষা করা হয়েছে এবং কোনো গুরুতর ক্ষতি শনাক্ত হয়নি।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেন, যাত্রীদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। কোনো ইনসিডেন্ট ঘটলে প্রথমেই পাবলিককে সুরক্ষিত করি। ভূমিকম্পের পরে ৪ থেকে ৫ ঘণ্টা ধরে সমস্ত স্ট্রাকচার আমরা চেক করেছি। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট ঘটেনি। মাত্র কিছু টাইলস পড়েছে এবং সিলিং প্যাড কিছু খুলেছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ভূমিকম্পের প্রভাবে মেট্রোরেল চলাচলে ২৭ মিনিট দেরি হয়েছে। এর পেছনে কারণ হলো ফার্মগেট ও বিজয় সরণি এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের বিয়ারিং প্যাড পরীক্ষা করা।
তিনি বলেন, যথাযথ পরীক্ষা ছাড়া ট্রেন চালানো সম্ভব নয়। আমাদের দুটি ট্রেন দুই দিক থেকে পরীক্ষা চালানো হয়েছে। সবকিছু স্বাভাবিক পাওয়া গেছে।
এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, সোশ্যাল মিডিয়ায় মেট্রোরেল ভেঙে পড়েছে এমন কিছু ছবি বা ভিডিও দেখানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ১ লাখ
তিনি বলেন, এগুলো এআই বা ভুয়ো প্রোডাকশন হতে পারে। বাস্তবে আমরা পরীক্ষা করেছি এবং কোনো গুরুত্বপূর্ণ ভৌত ক্ষতি শনাক্ত হয়নি। যদি দেয়ালে বা টাইলস ফেটে যায়, সেটা স্বাভাবিকভাবেই বাসার বা অন্যান্য স্থাপনার সঙ্গে তুলনা করা যায়।
ডিএমটিসিএল সূত্র জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের পর মেট্রোরেলের অবকাঠামো পূর্ণাঙ্গভাবে পরীক্ষা করা হয়। ভবিষ্যতেও এমন কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।








