Logo

নির্বাচনের তফসিল চূড়ান্তে নির্বাচন কমিশনের বৈঠক রবিবার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৫, ২৩:৪৯
9Shares
নির্বাচনের তফসিল চূড়ান্তে নির্বাচন কমিশনের বৈঠক রবিবার
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল কবে ঘোষণা হবে তা নির্ধারণ করতে আগামীকাল রবিবার (০৭ ডিসেম্বর)  বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

শনিবার (০৬ ডিসেম্বর) সংস্থাটির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে রবিবার সকাল ১০টা ৩০মিনিটে নির্বাচন ভবনে ১০ম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচিতে নির্বাচনের তফসিল ঘোষণাও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে বলেন, সকাল ১১টা ৩০মিনিট থেকে আমরা নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আয়োজিত মিটিংয়ে ছিলাম। নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারেনি।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, রবিবার কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। এতে তফসিল কবে হবে তা নির্ধারণ হতে পারে।

বিজ্ঞাপন

এর আগে তিনি জানিয়েছিলেন, বৃৃহস্পতিবার (১১ ডিসেম্বরের) মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। আর ভোট হতে পারে ৮ থেকে ১২ জানুয়ারির মধ্যে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD