নির্বাচনের তফসিল ঘোষণার দিন এখনও নির্ধারণ হয়নি: ইসি সচিব

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি প্রস্তুত থাকলেও, বহুল প্রতীক্ষিত তফসিল ঘোষণার চূড়ান্ত দিন এখনও ঠিক করা হয়নি।
বিজ্ঞাপন
শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে। যদিও ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, তবে এখন পর্যন্ত তফসিল ঘোষণার চূড়ান্ত দিন নির্ধারণ করা যায়নি।
আরও পড়ুন: চলতি মাসেই পাচ্ছেন টানা ৩ দিনের ছুটি
বিজ্ঞাপন
আখতার আহমেদ আরও বলেন, আজ সকাল সাড়ে ১১টা থেকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে মিটিং অনুষ্ঠিত হয়েছে। আমরা পুরোপুরি প্রস্তুত আছি, তবে তফসিল ঘোষণার সঠিক তারিখ এখনো নিশ্চিত হয়নি। সকলকে অনুরোধ থাকবে—ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন। নির্বাচন নিয়ে যথাযথ প্রস্তুতি চলছে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন। এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোটও অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানায়, নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভোটকেন্দ্র প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং তফসিল ঘোষণার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
ইসি সচিবের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণ ও মিডিয়ার কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই এ মুহূর্তে প্রধান অগ্রাধিকার। তিনি নিশ্চিত করেছেন, নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।








