Logo

ওসমান হাদিকে সিএমএইচে নেওয়া হতে পারে: ঢামেক পরিচালক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫৮
7Shares
ওসমান হাদিকে সিএমএইচে নেওয়া হতে পারে: ঢামেক পরিচালক
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার উপর ভিত্তি করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হাদির অস্ত্রোপচার চলছে। সরকার থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার কথা বলা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা স্টেবল হলে সিএমএইচে নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

হাদির শারীরিক অবস্থা নিয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, তার মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে। হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, রাজধানীর বিজয়নগরে তাকে গুলি করা হয়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD