গুলিবিদ্ধ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি উপর হামলার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তার উপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে নেওয়া হলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাতের কারণে তার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।
বিজ্ঞাপন
পরিবার শুরুতে তাকে সিএমএইচে নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে পরিবর্তন করে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত চূড়ান্ত করে। হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলার সময় ওসমান হাদির পেছনে রিকশায় থাকা মো. রাফি পুরো ঘটনাটির প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ণনা দিয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হামলার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।








