রিয়ার এডমিরাল পদে পদোন্নতি পেলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা কে পদোন্নতি দিয়েছে সরকার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়েছে।
প্রজ্ঞাপনে জানান হয়েছে, আরিফ আহমেদ মোস্তফা কে কমডোর হতে রিয়ার এডমিরাল পদবিতে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (নৌবাহিনী) কর্মকর্তাকে বদলিপূর্বক পুনরায় প্রেষণে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়োগের নিমিত্ত তাঁর চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।








