Logo

আগামী রবিবার আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা করবে ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৯:১৯
4Shares
আগামী রবিবার আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা করবে ইসি
ছবি: সংগৃহীত

আগামী ২১ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে এই সভায় অংশ নেবেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্যান্য কমিশনারসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সভার প্রধান উদ্দেশ্য হলো নির্বাচনের আগে দেশের নিরাপত্তা পরিস্থিতি যাচাই, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে সমন্বিত করা।

সভায় বিশেষভাবে আলোচ্য বিষয়গুলো হলো- দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা ও প্রয়োজনীয় সমন্বয়। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমন। প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর জন্য প্রণীত ‘আচরণ বিধিমালা ২০২৫’ কার্যকর করা। নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ।

সভায় অংশগ্রহণের জন্য সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদেরও অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত থাকবেন- সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভায় এই সকল কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হবে এবং নির্বাচনের পূর্বে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দিকগুলো যাচাই করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD