উচ্চ আদালতে সন্ত্রাসীদের জামিন নিয়ে উদ্বেগ আইন উপদেষ্টার

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে দেশের উচ্চ আদালতে সন্ত্রাসীদের অস্বাভাবিক জামিন প্রদানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ড. আসিফ নজরুল বলেন, আজ প্রধান বিচারপতির শেষ কর্মদিবস। আমি তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম। উনি এমন একটি সময় প্রধান বিচারপতি দায়িত্ব পালন করেছেন, যা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের পর বিচার বিভাগে যে সংস্কারগুলো প্রয়োজন ছিল, সেগুলো বাস্তবায়নে প্রধান বিচারপতির ভূমিকা ছিল নির্দেশক। আমরা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যে পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলোতে তাঁর সমর্থন ও পরামর্শ আমাদেরকে শক্তি দিয়েছে।
বিজ্ঞাপন
আইন উপদেষ্টা আরও জানান, হাইকোর্টের কিছু বেঞ্চ বর্তমানে অস্বাভাবিকভাবে জামিন দিচ্ছে। যেমন উদাহরণ, চার ঘণ্টার মধ্যে ৮০০ জনকে জামিন দেওয়া হয়েছে। আমরা এর আগে প্রধান বিচারপতির সঙ্গে বিষয়টি শেয়ার করেছি। উনি ব্যবস্থা গ্রহণ করেছেন, ফলে কিছুটা নিয়ন্ত্রণ এসেছে, তবে সমস্যা সম্পূর্ণভাবে সমাধান হয়নি।
তিনি বলেন, আমাদের উদ্বেগের মূল বিষয় হলো, এমন ব্যক্তিদের জামিন দেওয়া যারা জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং যারা জামিন পেলে হামলা চালানোর সম্ভাবনা রাখে। আইনগতভাবে জামিন দেওয়ার অধিকার থাকলেও যদি একজন প্রার্থী আপনাকে বা অন্যকে হত্যার হুমকি দেয়, সে ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি থাকায় এমন ব্যক্তিকে জামিন দেওয়া উচিত নয়। এই বিষয়টিও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি।
বিজ্ঞাপন
ড. আসিফ নজরুল উল্লেখ করেন, আমরা প্রধান বিচারপতির অবসরপরে তাঁর কাছ থেকে পরামর্শ নেব। তিনি সর্বদা আমাদের সহায়তা করবেন। আমাদের লক্ষ্য বিচার বিভাগে যে সমস্ত অনিয়ম বা প্রশ্ন থাকে, সেগুলো দূর করা। আমি মনে করি, প্রধান বিচারপতির অধীনে আমরা বিচার বিভাগে দায়িত্ব ও ন্যায়বিচারের মান বৃদ্ধি করতে পেরেছি।
তিনি শেষমেশ বলেন, পরবর্তী প্রধান বিচারপতি নির্বাচনের বিষয়ে সরকারের নীতি নির্ধারণের অধীনে। তবে আশা করি খুব শীঘ্রই তা জানা যাবে। আমাদের কাজ হবে বিচার বিভাগকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুষ্ঠুভাবে পরিচালিত করা।








