নির্বাচনী অনুসন্ধান কমিটিকে দেওয়া হচ্ছে দুই অস্ত্রধারী পুলিশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী অপরাধ দমন ও দ্রুত বিচার নিশ্চিত করতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পুলিশি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
এ সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির সঙ্গে সার্বক্ষণিকভাবে দুইজন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
ইসির আইন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে দেশের সব বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ের পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনের সময় কমিটির সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর সশস্ত্র সদস্য মোতায়েন বাধ্যতামূলক।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি যখনই কোনো অনুসন্ধান বা সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করবে, তখন প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা যাবে। এ ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারার আলোকে পুলিশ কমিশনার, পুলিশ সুপার, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন সূত্র জানায়, বিচারকদের সমন্বয়ে গঠিত এই কমিটি নির্বাচনী অপরাধ তদন্ত, অভিযোগ যাচাই এবং তাৎক্ষণিক বিচারিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবে। ফলে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে কমিটির সদস্যদের নিরাপত্তা ও কর্তৃত্ব নিশ্চিত করতেই এই পুলিশি সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আগেভাগেই প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি জোরদার করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








