Logo

ইনকিলাব মঞ্চের কড়া হুঁশিয়ারি, ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫৭
9Shares
ইনকিলাব মঞ্চের কড়া হুঁশিয়ারি, ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ
ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করার দাবিসহ দুই দফা দাবি জানিয়েছে তার হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আজকের সংবাদ সম্মেলনে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সহকারী উপদেষ্টা খোদা বকশ চৌধুরীকে পদত্যাগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

বিবার (২১ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিবৃতিতে এই দাবি জানিছে ইনকিলাব মঞ্চ।

বিবৃতিতে বলা হয়, খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, পলায়নে সহযোগী এবং আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। গত ১২ ডিসেম্বর থেকে এ পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে জাতির সামনে স্পষ্টভাবে ব্যাখ্যা দিতে হবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আজকের সংবাদ সম্মেলনে যদি এসব বিষয়ে যথাযথ ও গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হন, তাহলে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সহকারী উপদেষ্টা খোদা বকশ চৌধুরীকে পদত্যাগ করতে হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD