Logo

ভোটের দিন অপরাধ দমনে অ্যাপভিত্তিক নতুন কৌশল নিচ্ছে ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৫, ১৭:০০
8Shares
ভোটের দিন অপরাধ দমনে অ্যাপভিত্তিক নতুন কৌশল নিচ্ছে ইসি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে নতুন কৌশল গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি বিশেষ অ্যাপ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

ইসি সূত্রে জানা গেছে, ভোটের দিন কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সহিংসতা, হামলাসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য, ছবি ও ভিডিও তাৎক্ষণিকভাবে জানাতে এবং সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে এই অ্যাপ ব্যবহার করা হবে। ইতোমধ্যে অ্যাপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

ইসির আইডিইএ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় তৈরি করা আইনশৃঙ্খলা মনিটরিং অ্যাপটি ভোটগ্রহণকে কেন্দ্র করে ৭২ ঘণ্টা সক্রিয় থাকবে। এতে দেশের ৩০০ সংসদীয় আসনের মানচিত্র সংযুক্ত থাকবে। প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও ইসির কর্মকর্তারা নির্দিষ্ট আইডির মাধ্যমে অ্যাপে প্রবেশ করতে পারবেন।

বিজ্ঞাপন

ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে প্রিসাইডিং কর্মকর্তারা অ্যাপের মাধ্যমে ছবি, ভিডিও, তথ্য কিংবা ভয়েস রেকর্ড পাঠাতে পারবেন। এসব তথ্য তাৎক্ষণিকভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আসনভিত্তিক মনিটরিং সেলের কাছে পৌঁছাবে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কাছে এবং সর্বশেষ সরাসরি নির্বাচন কমিশনের কাছে পৌঁছাবে। প্রয়োজনে ইসি ওই কেন্দ্র বা আসনের ভোটগ্রহণ বন্ধসহ অন্যান্য ব্যবস্থা নিতে পারবে।

অ্যাপটির কেন্দ্রীয় অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির মনোনীত কর্মকর্তা ও কেন্দ্রীয় মনিটরিং সেল। ইসি সারা দেশের ভোটগ্রহণসংক্রান্ত সব তথ্য ও পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে পারবে। তবে বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তারা শুধু নিজ নিজ এলাকার তথ্য দেখতে পারবেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর নেতৃত্বে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি কাজ করছে। ভোট সামনে রেখে ৮২ সদস্যের একটি মনিটরিং সেল গঠনের প্রক্রিয়া চলছে, যেখানে সব বাহিনীর সদস্যরা থাকবেন। অ্যাপের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী মনিটরিং সেল থেকে সংশ্লিষ্ট বাহিনীকে দ্রুত নির্দেশনা দেওয়া হবে।

এ বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টার পর বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। এর কারণ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে বিভিন্ন ধরনের শঙ্কা থাকে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে।’

ভোটে অ্যাপ ব্যবহারের বিষয়ে তিনি আরও বলেন, ‘যে কোনো পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য পাওয়া এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে এই অ্যাপ কার্যকর ভূমিকা রাখবে।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD