ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞাপন
মনোনয়ন বাতিলের ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা জানান, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন। তাঁর মতে, মনোনয়ন যাচাইয়ের সময় যে দুটি ভোটারের তথ্য নিয়ে গরমিলের কথা বলা হয়েছে, তা অনিচ্ছাকৃত এবং তথ্যগত বিভ্রান্তির ফল।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে তাসনিম জারা বলেন, যাদের তথ্য নিয়ে আপত্তি উঠেছে, তাদের মধ্যে একজন জানার কোনো সুযোগই পাননি যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। অপরজনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের এসআইডির হার্ড কপিতে থাকা ঠিকানা অনুযায়ী তিনি মনে করতেন, ওই ব্যক্তি ঢাকা-৯ আসনের ভোটার। তবে নির্বাচন কমিশনের সংরক্ষিত তথ্যে দেখা গেছে, তিনি এ আসনের ভোটার নন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন ডা. তাসনিম জারা। একই সঙ্গে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানান।
এদিকে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এখন নির্বাচন কমিশনে আপিলের ফলের দিকে নজর থাকবে প্রার্থী ও সংশ্লিষ্টদের।








