Logo

বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন করার সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার পরিপন্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২৬, ২১:২৪
বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন করার সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার পরিপন্থী
ছবি: সংগৃহীত

বিদেশি পর্যবেক্ষকদের থাকার ও খাওয়ার খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন, তা নিরপেক্ষ ও কার্যকর নির্বাচন প্রক্রিয়ার পরিপন্থী বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিবৃতিতে এই সিদ্ধান্তকে অপরিণামদর্শী ও বৈষম্যমূলক বলে অভিহিত করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার যুক্তিতে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তাদের থাকার খরচ রাষ্ট্রের অর্থায়নে বহন করানো হলে এটি দেশে বসবাসরত পর্যবেক্ষকদের জন্য বৈষম্যমূলক পরিস্থিতি সৃষ্টি করবে।

বিজ্ঞাপন

একইসাথে, কমিশনের আতিথেয়তায় বিদেশি পর্যবেক্ষকরা স্বার্থের দ্বন্দ্বমুক্ত থেকে যথাযথভাবে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন কিনা, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, বিদেশি পর্যবেক্ষকদের নিকট আমাদের প্রশ্ন, তারা কোন যুক্তিতে ইসি বা সরকারের অর্থায়নে এই দায়িত্ব গ্রহণ করবেন? নৈতিকতার মানদণ্ড ও স্বার্থের দ্বন্দ্ব বিবেচনায় তারা কি আসলেই স্বাধীন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ করতে সক্ষম হবেন?

তিনি উল্লেখ করেন, ২০০৮ সালের নির্বাচন বা তার আগে রাষ্ট্রের অর্থ অপচয় করে এ ধরনের সুযোগ-সুবিধার প্রয়োজন হয়নি। অথচ ২০১৮ ও ২০২৪ সালে কেন এমন ব্যবস্থার প্রয়োজন অনুভূত হলো, নির্বাচন কমিশন এ বিষয়ে নিজস্বভাবে বিবেচনা করা উচিত।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন, কমিশন এ ধরনের আতিথেয়তা প্রদানে বিবেক ও স্বচ্ছতা বজায় রাখবে এবং জুলাই গণ-অভ্যুত্থানের পর সৃষ্ট জনমানসিকতার কারণে সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।

টিআইবির এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন করার সিদ্ধান্ত দেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা ও স্বচ্ছতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা নির্বাচন কমিশনের জন্য নতুন বিতর্কের কারণ হিসেবে বিবেচিত হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD